সময় অসহায়
শান্ত দুপুর,
নিস্তব্ধ ক্লান্তি,
নীরব সময়,
যদিও সরব ঘন্টি!
যেনো কোনো উদ্দেশ্যহীন স্রোতে,
যাচ্ছে সবই বয়ে!
সময় কেনো কাটেনা তোমারে না সয়ে!
মায়া সময়কে বাঁধে না,
সময় বাঁধে মায়া,
আমায় ঘিরে রয়েছ তুমি,
হয়ে স্নিগ্ধ ছায়া!
সময় যেন কাটাতাম তোমার কথা ভেবে,
আজ সময় কাটছে আমায় তোমার কষ্ট দেখে!
সময় মোদের আলাদা!
তবু তা যেনে,
তোমার সময়ে আমার সময়,
আনতে চেয়েছি টেনে!
সময় যতই খারাপ হোক একটা কথা দাও,
আমাদের সময়কে একদিন তুমি মিলিয়ে নাও!
🖋️ ✨