তোর জন্য ০১
সেই গাছটার ধারে দাঁড়িয়ে ছিলি তুই,
মনে পড়ে যায় school-এর শেষের কত হই চই!
School থেকে বেরিয়েই সে কত না আড্ডা মারা,
যারা পড়ার ক্লান্তি ভুলিয়ে দিত আজ কোথায় তারা?
ক্লাস শেষে ঠিক কোথা হতে জুটে যেত যারা,
ক্লাসের মধ্যে যাদের পাওয়া যেত না সাড়া!
অনায়াসে ওই ধূলি মাখা পথ পেরিয়ে এসেছিস কত!
মনে হত কি কখন কোথায় লাগল ধুলো কত?
আজ কিন্তু বিরক্ত মখ—
ধুলো ঝাড়ছিস কত!
অল্প একটু পথ পেরিয়ে
এমন হাল কি হত?
চারিদিকের নিরবতায় ডাকলাম আমি তোকে,
তাই তুই আজ হয়তো আমায় হারাস চোখে চোখে!
আয় আজ একসাথে সেই পথ ধরে ফিরি বাড়ি,
কোথায় কতটা ধুলো মেখে গেল সে সব চিন্তা ছাড়ি!
নিজের নিজের স্বার্থে তারা তৈরি করেছে দ্বন্দ্ব!
যাদের সাথে এক সময় চলতো জীবন-ছন্দ!
আমি হয়তো তাদের ফিরিয়ে দিতে পারবো না!
তবে একটি কথাই বলতে পারি!
কারো সাথে নিজে থেকে করবি না আড়ি!
তুই আমার প্রকৃত বন্ধু, শুধুই ভাইঝি না!
©poem_1729