আজ আমি হিংসুটে! মনের কোণে কথায় কথায় রাগ ওঠে ফুটে! মনের কথা প্রকাশ করার আর মাধ্যম নেই। আবার কবে দেখা হবে কিচ্ছু জানা নেই!! একদিন তোকে কথা দিয়েছিলাম! বলেছিলাম তোকে সব সুখ পাইয়ে দেব! তখন তুই কাঁদতিস! বলতিস আমার কেউ নেই!! নেই কোনো ভালো বন্ধু! আমি কথা দিয়েছিলাম— তোকে সব পাইয়ে দেব।। তখন তো আর ভাবিনি— সবাই তোকে ভালোবাসলে আমার ভালোবাসা নেওয়ার যে তোর সময় কমে যাবে!! সেইদিনো আমার কেউ ছিল না আজো নেই!! সেদিন কোনো হিংসা হতো না, হোতো না কোন রাগ। তোকে সবাই ভালোবাসুক এটাই চাইতাম। সবাই তোর কাছের বন্ধু হোক এটাই চাইতাম।। আজ কোন অজানা অসুখে আক্রান্ত আমি! তোকে কেউ ভালোবাসলে হিংসা হয়। মনে হয় সবাই ভালোবাসলে আমি কখন বাসব ভালো!! তবুও আজ হঠাৎ মনে পড়ে গেল— আমার আগের দেওয়া প্রতিশ্রুতি গুলো। এবার আশিকরি হিংসা টা একটু কমবে! সময় হলে আমার ভালোবাসাটাও একটু নিস🤪! © poem_1729