ধীরে ধীরে মন আমার বিলীন হয়ে যায়, তোর এত আদর আমায় নিঃস্ব করে দেয়— সকল ভালোবাসা আমি ধেলে দিয়েছি তোতে— এত ভালোবেসেও পারলাম কি প্রেমিক হতে? এত কিছু বুঝি না,যা কেবল বুঝি— আমার মনের সকল কথা বলি সোজাসুজি! প্রতিটা দিন কেটে যায় একঘেঁয়েমির রসে— তবুও নতুন করে বাঁচি তোরই ভালোবাসার বসে! কী বসন্ত, কী শরৎ! যার নিকট তুই— প্রতি মূহুর্তে সে নতুন করে সাজায় মনের বই— তোকে নিয়ে নতুন করে গড়ব নতুন নিয়ম— আর কেউ তা না মানুক, হোক না সে অনিয়ম!! ভালোবাসায় যৌক্তিকতা মিলিয়ে আমি দেব! তোর বুকেতে ঠাঁই পেয়েছি— আর কি কিছু চাইব? অযৌক্তিক নিয়ম গুলো ভাঙ্গতেই যে হবে!! নতুন নিয়ম তুই আমি আর ভগবানই শুধু জানবে! ©poem_1729