চরৈবতী ভালোবাসা
উত্তপ্ত রোদে, যখন ধরীত্রি ফাটে রুক্ষতার বেশে!
বৃষ্টি হয়ে তখন ঝরেছিলে তুমি আমার পাদদেশে!
আমার পাথর চিরে তুমি খাঁজ করলে কত!
বয়ে গেলে সরু পথ ধরে, আঁকাবাঁকা শত শত!
আমার রুক্ষতা কেরে তুমি আশ্রয় নিলে!
আমার আশ্রয়ে তুমি আমারে সাজালে!
©poem_1729