ভাই বলতো, “ So many cooks spoil the broth” মানে কী? “ অধিক সন্ন্যাসিতে গাজন নষ্ট”! (হেসে) “হ্যাঁ, একদম ঠিক! কত সুন্দর পারিস ভাই!” “ আমরা তিন ভাই— আমি বড়ো ভাই, তুই মেজো, আর এটা ছোটো!” বিরক্ত হয়ে যেতাম! এত কেউ কথাই কথাই English জিগ্গাসা করে! Hospital এর bed এ শুয়ে আমাকে কোনো কথা বলতে না পারলেও একবার অন্তর থেকে বলল,“ ভাই”! সেই ভাই ডাক! আর English ধরবে না দাদু কোনো দিন। হ্যাঁ আজ আমার দারুন আনন্দের দিন! মুক্তি পেলাম!🙂 আজ তোমার সব জ্ঞান হয়তো অর্জন করতে পেরেছি— কিন্তু দেখে গেলে না সেই সাফল্য! যাই হোক দূর থেকে দেখ! অনেক খুশি থেকো! Please চলে যাও! চলে যাও!! এ জগৎ অনেক কষ্ট দিল!! সারা জীবন English কে ভালবাসলে ! তাই হয়তো কেউ তোমায় ভালবাসলো না!!🙂! কোনো কষ্ট পেও না সোনা দাদু আমার! তোমার মত আদর্শ জীবন, আমার দেখা মানুষদের মধ্যে অন্তত কেউ অতিবাহিত করে নি! তাই god plz দাদুকে তোমার কাছে তাড়াতাড়ি নিয়ে যাও! দাদুকে সুখে রেখো! সারাদিন English নিয়ে শুধু ভেবো! কেউ আর কষ্ট দেবে না!! ©poem_1729