সকল গ্যাসেই নিশ্বাস ছাড়ি, প্রশ্বাসের বেলায় অক্সিজেন! তোমায় সে যখন ঘিরে থাকে, কেই বা তার গুরুত্ব দেন?😏 তুই কেবল ব্যস্ত নয়, ব্যস্ত গোটা পৃথিবী— দূষণমুক্ত করব তোকে, গড়ব নতুন পৃথিবী! শুধু আমায় ঘিরে থাকিস চিরটাকাল, কালের মায়া ভুলে তোতেই সন্ধ্যা সকাল— আমি কেবল তোতেই থাকব ডুবে— আবারও এক নতুন সূর্য উঠবে ওই পুবে! নির্মল হয়ে এসেছিলি তুই — নির্মলতর করব তোকে— সেই দায়িত্ব আমার ভাই— তবে কাঁদিস বসে কীসের শোকে? কেবল মনে রাখিস— “ নিঃশ্বাস তো সবেতেই ছাড়ি প্রশ্বাস কে পাড়ে দিতে?” তুই তা দিয়েছিস আমায়— কেবল পাশে থাকিস! ©poem_1729